ঈদে 'ছোটকাকু চ্যাপ্টার - টু'

 নিউজ ডেস্কঃ

ফরিদুর রেজা সাগর 

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা  সিরিজ 'ছোটকাকু'। ১৭ বছর ধরে প্রতি ঈদে এ সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন 'ছোটকাকু চ্যাপ্টার - টু'। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও। ছোটকাকু সিরিজের নতুন পর্বের নাম 'মিশন মুন্সিগঞ্জে '। সবশেষ গত কোরবানি ঈদে প্রচার হওয়া 'হবিগঞ্জের হরবোলা'র মতো এবারও ছোটকাকু পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ইতোমধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মাণ হয়েছে। কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। ১৭ বছর ধরে ছোট পর্দায় প্রচার হয়ে আসছে ছোটকাকু। অনিমেষ আইচ বলেন, এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। আমরা এটাকে ছোটকাকু চ্যাপ্টার  - টু বলছি। সিনেমা হিসেবেই এটি নির্মাণ করা হয়েছে।     

ওসাকায় মেহজাবীনের সাবা

নিউজ ডেস্কঃ

মেহজাবীন চৌধুরী 

জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে,'সাবা'। ছবির পরিচালক মাকসুদ হোসাইন বলেন, 'ওসাকায় সিনেমার তিনটি প্রদর্শনী হবে। 'উৎসবে আমি অংশগ্রহণ করব।' উৎসব শুরু হবে ১৪ মার্চ, চলবে ২৩ মার্চ পর্যন্ত। পরিচালক বলেন, 'সাবা প্রদর্শনের পাশাপাশি উৎসবে আমাকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে আমার সিনেমার ক্যারিয়ার, পরিচালনায় আসা 'সাবা' সিনেমা নির্মাণের জার্নিসহ চলচ্চিত্রের নানা প্রসঙ্গে আলোচনা হবে। 

৩০ বছরের প্রেমে সোনালী

 নিউজ ডেস্কঃ

সোনালী বেন্দ্রে 

হবু শ্বশুর মশাই বাধা না দিলে এত দিনে তিনিই ঘরনি হতেন। সেই ইচ্ছা পূরণ হয়নি। তাই বলে নীরবে ভালোবাসতে পারবেন না, কোথায় লেখা আছে ? কাউকে জানতে না দিয়ে ৩০ বছর ধরে এভাবেই দূর থেকে ভালোবেসে গেলেন সোনালী বেন্দ্রে। যদিও শেষ রক্ষা হলো না। সম্প্রতি তাঁর চোখের ভাষা নাকি পড়ে ফেলেছেন ছবি শিকারিরা। এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবল অধিকার বোধেই নাকি সোনালি কাছে ডেকে নিয়েছেন পুরনো বন্ধুকে। অভিনেত্রীর চোখের ভাষা নিমিষে ক্যামেরা বন্দি করতে দেরিও করেননি তাঁরা।

গানে গানে ঈদ আনন্দ

 প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫ অনলাইন ডেস্কঃ ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে '...