রূপগঞ্জ মেলায় জয়া

 প্রচারঃ ১২ঃ০৫, ১৮ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান  

বাংলা নববর্ষে ১৪ এপ্রিল সকালেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেলায় যান অভিনেত্রী জয়া আহসান। সেখানে ইলিশ -পান্তা উৎসবে যোগ দেন তিনি। উৎসবে গিয়ে শুধু ঘুরে বেড়াননি। কবজি ডুবিয়ে খেলেন বৈশাখী খাবার। তিনি বলেন, খাওয়া দাওয়া চলছে কয়েক দিন ধরেই।  নববর্ষ উদযাপন তো প্রায় ৪ - ৫ দিন ধরে চলছে। নববর্ষে আমি নিজেই রান্না করেছিলাম। মেন্যুতে ছিল ইলিশ মাছের ল্যাজ ভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারিকেল ভর্তা, শুটকি ভর্তা, আম ডাল। আর হাতে তৈরি রসগোল্লা। নববর্ষের দিনের খাবার আয়োজন  নিয়ে জয়া বলেন, নববর্ষের পান্তা ভাত তো হবেই আর সেটা শুকনো লঙ্কা আর পিয়াজ দিয়ে জমিয়ে মাখা হয়। ওটাই স্পেশালিটি (হাসি)। আবার দই পান্তাও হয়। বিশেষ দিনগুলোতে আমিই রান্নাবান্না করি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আড়ালে বাঁধন

প্রচারঃ ১২ঃ১২, ১৯ এপ্রিল, ২০২৫  অনলাইন ডেস্কঃ আজমেরী হক বাঁধন  ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একা মা ...