এক মঞ্চে নাচবেন মৌ, তিশা ও বুবলী

 অনলাইন ডেস্কঃ 

প্রকাশঃ ৪ঃ৩৭, বৃহস্পতিবার, ২০২৫


পবিত্র ঈদ - উল- ফিতর - উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা'। এবারের 'আনন্দমেলা'র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্র নায়িকা মামনুন ইমন। নাচ,গান,কাওয়ালি, কৌতুক, নাটিকা - এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

'শিল্পী আমি তোমাদেরই গান শোনাব' শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইমরান ও কণার কন্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করছেন সালমা, ঐশী ও গামছা পলাশ। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যূে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্র নায়িকা শবনম বুবলী।

বিভিন্ন হাস্য - রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানটিতে  কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও  তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় 'আনন্দমেলা' প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গানে গানে ঈদ আনন্দ

 প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫ অনলাইন ডেস্কঃ ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে '...