ঈদে 'ছোটকাকু চ্যাপ্টার - টু'

 নিউজ ডেস্কঃ

ফরিদুর রেজা সাগর 

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা  সিরিজ 'ছোটকাকু'। ১৭ বছর ধরে প্রতি ঈদে এ সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন 'ছোটকাকু চ্যাপ্টার - টু'। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও। ছোটকাকু সিরিজের নতুন পর্বের নাম 'মিশন মুন্সিগঞ্জে '। সবশেষ গত কোরবানি ঈদে প্রচার হওয়া 'হবিগঞ্জের হরবোলা'র মতো এবারও ছোটকাকু পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ইতোমধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মাণ হয়েছে। কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। ১৭ বছর ধরে ছোট পর্দায় প্রচার হয়ে আসছে ছোটকাকু। অনিমেষ আইচ বলেন, এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। আমরা এটাকে ছোটকাকু চ্যাপ্টার  - টু বলছি। সিনেমা হিসেবেই এটি নির্মাণ করা হয়েছে।     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোমান্টিক গল্পেই অভিনয় করতে চান নীহা

 প্রচারঃ ৯ঃ০০, ১২ এপ্রিল, ২০২৫ অনলাইন ডেস্কঃ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা...