ঈদে ওপার বাংলার তিন নায়িকা এপারে

প্রচারঃ ১০ঃ১৪, ২৯শে মার্চ, ২০২৫ 

অনলাইন ডেস্ক


ঈদে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বরবাদ, জংলি, অন্তরাত্মা, দাগি সিনেমাগুলো। এসব সিনেমার মধ্যে বরবাদ ও অন্তরাত্মায় অভিনয় করেছেন ওপার বাংলার তিন নায়িকা নুসরাত জাহান,দর্শনা বণিক ও ইধিকা পাল। মানে এবারের ঈদে ঢাকার ছবিতে কলকাতার নায়িকাদেরই আধিক্য দেখা যাবে। আর কলকাতার নায়িকারা অভিনয় করেছেন শাকিব খান অভিনীত দুটি ছবিতেই। যেমন 'বরবাদ' ছবির নায়িকা হলেন, কলকাতার ইধিকা পাল। এই ছবির একটি আইটেম গানে আবার দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানকে। কলকাতার ছবির নায়িকা দর্শনা বণিককে দর্শক দেখতে পাবেন শাকিব খানেরই ঈদের ছবি 'অন্তরাত্মা'য়'। এদিকে ঈদের ছবি 'জংলি'তে নায়িকা হিসেবে পাওয়া যাবে বুবলী ও দিঘীকে। এ ছবির নায়ক হলেন সিয়াম। নিশোর দাগি সিনেমার নায়িকা হলেন তমা মির্জা। তবে ঈদের ছবির আলোচনায় ঢাকার নায়িকাদের ছাপিয়ে কলকাতার নায়িকাদের চর্চাই বেশি হচ্ছে। দর্শকদের এখন রায় দেওয়ার পালা এপার নাকি ওপার, কোন পারের নায়িকারা তাদের মন জয় করে নেবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গানে গানে ঈদ আনন্দ

 প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫ অনলাইন ডেস্কঃ ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে '...