নিউজ ডেস্কঃ
![]() |
নয়নতারা |
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ভক্তরা ভালোবেসে তাকে 'লেডি সুপার স্টার' বলেও অভিহিত করেন। কিন্তু এতে আপত্তি রয়েছে তার। তিনি ভক্তদের তার প্রকৃত নামেই ডাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, 'নয়নতারা' নামটি তার খুবই প্রিয়। ভক্তরা যেন তাকে নাম ধরে ডাকেন। এ অভিনেত্রী টুইটারে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি জানান - নিদিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। শুধু এ কারণেই ভক্তদের থেকে একজন অভিনেতার দূরত্ব তৈরি হয়। ২০২৩ সালে বলিউডে শাহরুখ খানের সঙ্গে 'জওয়ান' ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতা পান নয়নতারা। তামিল এবং ছোট পর্দার নায়িকা নিজ প্রতিভাগুণে তরতরিয়ে উঠে যান সাফল্যের উচ্চমঞ্চে। সর্বক্ষেত্রে তার সাফল্যে লেডি সুপার স্টার বনে যান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন