নিউজ ডেস্কঃ
![]() |
সোনালী বেন্দ্রে |
হবু শ্বশুর মশাই বাধা না দিলে এত দিনে তিনিই ঘরনি হতেন। সেই ইচ্ছা পূরণ হয়নি। তাই বলে নীরবে ভালোবাসতে পারবেন না, কোথায় লেখা আছে ? কাউকে জানতে না দিয়ে ৩০ বছর ধরে এভাবেই দূর থেকে ভালোবেসে গেলেন সোনালী বেন্দ্রে। যদিও শেষ রক্ষা হলো না। সম্প্রতি তাঁর চোখের ভাষা নাকি পড়ে ফেলেছেন ছবি শিকারিরা। এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবল অধিকার বোধেই নাকি সোনালি কাছে ডেকে নিয়েছেন পুরনো বন্ধুকে। অভিনেত্রীর চোখের ভাষা নিমিষে ক্যামেরা বন্দি করতে দেরিও করেননি তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন