সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল 

নতুন ছবি 'মা' - এর সাফল্য কামনায় আজ বৃহস্পতিবার সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালী  মন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। পূজা দিয়ে তিনি ফিরে যান কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে মুম্বাইয়ে। গতকাল বুধবার রাতে কলকাতায় এসেছেন কাজল। কাজল আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণেশ্বর মন্দিরে গেলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কাজল তাদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান। মন্দিরে পূজা দিয়ে বের হয়ে এসে জানান, মা ভবানীর কাছে তিনি তাঁর আগামী ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। কাজল মন্দিরে এসেছিলেন শাড়ি পরে, একেবারে বাঙালি বেশে। কাজল 'মা' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন বিশাল পুরিয়া। ছবিতে আরও অভিনয় করছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জীতিন গুলতি, গোপাল সিং প্রমুখ। ছবিটি নির্মাণ করছে অজয় দেবগন ফিল্মস।  

কান উৎসবে বাঙালি সাজে বর্ষা

 প্রচারঃ ১০ঃ০০, ২২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বর্ষা 

ফ্রান্সের কান শহরে চলমান ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বর্ষা। প্রথম দিন থেকেই সেখানে বাঙালি নারীর সাজে ধরা দিয়েছেন তিনি। উৎসবে ওয়ার্ল্ড উইমেন অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে বক্তব্য রাখেন তিনি। 'নিউ এরা অব আইডেন্টিটি অ্যান্ড ইমপ্যাক্ট ইন গ্লোবাল সিনেমা' শীর্ষক এই আলোচনা পর্বে তিনি নারীর ক্ষমতায়ন, চলচ্চিত্রের প্রভাব এবং সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। বর্ষা তার বক্তব্যের শুরুতেই নিজের পরিচয় দেন একজন বাংলাদেশি হিসেবে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন ব্যাবসায়ীও। কাজ করেন সমাজ উন্নয়ন ও বিশেষত নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। তিনি বলেন, অভিনয়ের বাইরে আমার ব্যাবসায়ী পরিচয়ে সবসময় নারীদের যুক্ত করার চেষ্টা করি। তাদের নেতৃত্ব দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জায়গায় কাজ করি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে  নারীর উন্নয়নে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে করতে পেরে আমি গর্বিত। সিনেমার শক্তি নিয়ে বর্ষা বলেন, বিশ্বজুড়ে সিনেমা এমন এক মাধ্যম, যার মাধ্যমে মানুষের চিন্তা মননে পরিবর্তন আসা সম্ভব।  বিশেষ করে বাস্তবভিত্তিক গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অধিকার ও আত্মপরিচয় তুলে ধরতে পারে। দক্ষিণ এশিয়ার প্রান্তিক নারীদের গল্পগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এতে করে তাদের প্রতি বিশ্বজনীন সহমর্মিতা ও সম্মান সৃষ্টি হয়। আলোচনায় বর্ষার সঙ্গে ছিলেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসী শিল্পী মারিয়ানী বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি। এদিন বর্ষা উপস্থিত হয়েছিলেন ঐতিহ্য বাঙালী সাজে লাল- কালো জামদানি শাড়ি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি,হালকা গয়না ও খোলা চুলে এক অনন্য সৌন্দর্যে তিনি মঞ্চে উপস্থাপিত হন। উল্লেখ্য, এটি বর্ষার দ্বিতীয়বার কান উৎসবে অংশগ্রহণ। এর আগে ২০২২ সালে ৭৫তম আসরে তিনি অংশ নিয়েছিলেন তার স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে।  

 

কাকে চান কাবিলা

 প্রচারঃ ৬ঃ৩৫, ২১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েণ্ট' নাটকের অন্যতম কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করা চরিত্র রোকেয়া, যা দর্শকদের অতি প্রিয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে কাবিলার প্রমোশনাল ভিডিও। সেখানে নির্মাতা অমির কাছে কাবিলা জানিয়েছেন, তিনি দেশ - বিদেশে গেলে দর্শকরা তাঁর কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়াকে বেশি দেখতে চায়। এমনকি বিদেশিরাও কাবিলার সঙ্গে রোকেয়াকে খোঁজেন ! এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়েছে কাবিলা। অমি প্রশ্ন রাখেন, রোকেয়াকে আনলে ইভার কী করব ? দুটি চরিত্র কিভাবে থাকবে ? উত্তরে কাবিলা বলেন, আমি আছি না ! কাবিলার যদি দুটি গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কীভাবে ?  আমার রোকেয়া - ইভা দুজনকেই লাগবে। আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট বেশি। প্লিজ আমার দুজনকেই লাগবে।

মোহনীয় নাটালি

 প্রচারঃ ১ঃ২০,২১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাটালি পোর্টম্যান 


হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান হাজির হয়েছেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। তাঁর উপস্থিতিতে যেন লালগালিচা পেয়েছে এক নতুন দীপ্তি। ফ্যাশন সচেতন এ অভিনেত্রীর পরনে ছিল এক নজরকাড়া কালো লেইস গাউন। অ্যালিগেন্স আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল যেন নাটালির প্রতিটি হাঁটায় প্রকাশ পেয়েছে। তিনি ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েছেন হাসি, স্নিগ্ধতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে। নাটালি পোর্টম্যান আবারও প্রমাণ করলেন, তিনি শুধুই একজন অভিনেত্রী নন, এক জীবন্ত স্টাইল আইকনও বটে। বলা দরকার ২০১০ থেকে নাটালি শুভেচ্ছা দূত হিসেবে কানের লালগালিচা মাড়াচ্ছেন ফরাসি ব্র্যান্ড ডিওর - এর  হয়ে। এবারও তার পরনে ছিল ডিওরের পোশাক। 

কানে এমা স্টোনের ওপর মৌমাছির হানা

 প্রচারঃ ১ঃ০০, ১৯ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন এডিংটন সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লাল গালিচায় হাজির হয়েছিলেন। ছবি তোলার জন্য সহ অভিনেতা পেদ্রো  প্যাসকল ও অস্টিন বাটলারের মাঝে দাঁড়িয়েছিলেন হলিউডি এ অভিনেত্রী। সহশিল্পীদের নিয়ে স্টোন যখন রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ান, তখন বাঁধে বিপত্তি। হঠাৎ করে অভিনেত্রীর মাথার ওপর উড়তে থাকে মৌমাছি। একটু ভয় পেয়ে পিছিয়ে যান স্টোন। মৌমাছিটি স্টোনের মুখের সামনে দিয়ে বারবার ঘুরতে থাকে। হাত দিয়ে তাড়িয়ে, ফু দিয়ে উড়িয়েও যে মৌমাছিকে সহজে সেখান থেকে সরানো যায়নি। কানে স্টোন ও মৌমাছি বিভ্রাটের এই খবর ও ছবি এসেছে পেজ সিক্সে। মৌমাছির দিকে ফুঁ দিয়ে সেটিকে সরিয়ে দিতে  চেষ্টা করেন অস্টিন বাটলার। বেয়ারা মৌমাছিটিকে কেউই স্টোনের সামনে থেকে সরাতে পারেননি। 

ঈদে আসছে পারভীন লিসার নতুন গান

 প্রচারঃ ৮ঃ২০, ১৮ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

পারভীন লিসা 

 আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে পারভীন লিসার গান 'দুঃখ বন্দনা'। গানটির গীতিকার ফাহদ হোসেন, সুর করেছেন সৌরভ হালদার এবং সংগীতায়োজন করেছেন তমাল হাসান। গানটিতে পারভীন লিসার সঙ্গে কন্ঠ দিয়েছেন সৌরভ হালদার। পারভীন লিসা বলেন, গানটির মিউজিক ভিডিওর শুটিং শীঘ্রই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে গানটি। এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরনার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবেই বলে বিশ্বাস করি। লিসা আরও বলেন, ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসআধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকার ভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি। পারভিন লিসা এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। 'দুঃখ বন্দনা' তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।    

দীপিকা নয়, শাহরুখ কন্যা সুহানার মা রানি মুখার্জি !

 প্রচারঃ ৬ঃ০৫, ১৭ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি 'কিং' এর শুটিং। ছবিতে থাকছে বেশ কিছু চমক। যেমন থাকছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ কন্যা সুহানা। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে। তবে এবার পাওয়া গেল অন্য খবর। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি। বলিউডের একটি সূত্র অনু্যায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে 'কিং' অবতার ! এমনকী 'জওয়ান', 'ডাঙ্কি'র পর ফের ব্লকব্লাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। আর সে জন্য নাকি 'কিং' ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমড়ের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই 'কিং' ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।

সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল  নতুন ছবি 'মা...