প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫
অনলাইন ডেস্কঃ
ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে 'বরবাদ' - এর প্রীতম হাসানের 'কখনো রোদ তুমি' এবং প্রীতম - দোলার 'চাঁদ মামা', দাঁগিতে তাহসান - মাশার 'একটু খানি মন' ও আফরান নিশোর কন্ঠে দাগির টাইটেল ট্রাক, জংলি'তে তাহসান -আতিয়া আনিসার 'জনম জনম', ইমরান - কনার, 'বন্ধু গো শোন', 'জ্বীন-থ্রি'তে ইমরান - কনার 'কন্যা' এবং খেয়ার কন্ঠে 'ব্যবধান'। এছাড়াও চাঁদরাতে প্রিন্স মাহমুদের সুর - সংগীতায়োজনে প্রকাশ পাবে 'জংলি' সিনেমায় 'মায়াপাখি', যেটি গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। অন্যদিকে ওয়েব ফিল্ম 'হাউসুইট'- এর 'মায়া মায়া লাগে' গানটি করেছেন বালাম। আর জিয়াউল পলাশ অভিনীত ফিকশন 'খালিদ'- এ 'কখনো আসো না' গান করেছেন শাফাত শামস। এদিকে ঈদ আয়োজনে রয়েছে আসিফ আকবরের 'ফিরে পাব কি আবার', জয় শাহরিয়ারের সুরে ফাহমিদা নবীর 'না হয় শুধু এতটুকু হোক', হাবিব ওয়াহিদের 'পাগল হাওয়া' ন্যানসি ও মুহম্মদ মিলনের 'ঈদ এল রে', বিপ্লবের 'ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক', মৌসুমী আক্তার সালমার 'বরবাদ', আরফিন রুমি - কাজী শুভর 'বেবি ডল', কাজী শুভর 'তোর লাগিয়া মায়া বাড়ে' মার্জিয়া বুশরা রোদেলার 'অকারণ', সানিয়া সুলতানা লিজার 'গরুর গাড়ি', বেলাল খান - লিজার দ্বৈত গান এফ এ সুমন - সুবর্ণার 'চান্দেরই আলো',সৈয়দ অমির 'বেবি রিলস ব্যানারে', তরুণ মুন্সীর 'নিজেরে বুঝি না', খায়রুল ওয়াসির 'হাবুডুবু', জিসান খান শুভর 'চলে যায়', সাগর দেওয়ানের 'প্রেম সাগর'। অন্যদিকে ঈদের নতুন চার গানে সৈয়দ আবদুল হাদী এবং ১০টি গান নিয়ে হাজির হবেন তশিবা।