গানে গানে ঈদ আনন্দ

 প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ


ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে 'বরবাদ' - এর প্রীতম হাসানের 'কখনো রোদ তুমি' এবং প্রীতম - দোলার 'চাঁদ মামা', দাঁগিতে তাহসান - মাশার 'একটু খানি মন' ও আফরান নিশোর কন্ঠে দাগির টাইটেল ট্রাক, জংলি'তে তাহসান -আতিয়া আনিসার 'জনম জনম', ইমরান - কনার, 'বন্ধু গো শোন', 'জ্বীন-থ্রি'তে ইমরান - কনার 'কন্যা' এবং খেয়ার কন্ঠে 'ব্যবধান'। এছাড়াও চাঁদরাতে প্রিন্স মাহমুদের সুর - সংগীতায়োজনে প্রকাশ পাবে 'জংলি' সিনেমায় 'মায়াপাখি', যেটি গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। অন্যদিকে ওয়েব ফিল্ম 'হাউসুইট'- এর 'মায়া মায়া লাগে' গানটি করেছেন বালাম। আর জিয়াউল পলাশ অভিনীত ফিকশন 'খালিদ'- এ  'কখনো আসো না' গান করেছেন শাফাত শামস। এদিকে ঈদ আয়োজনে রয়েছে আসিফ আকবরের 'ফিরে পাব কি আবার', জয় শাহরিয়ারের সুরে ফাহমিদা নবীর 'না হয় শুধু এতটুকু হোক', হাবিব ওয়াহিদের 'পাগল হাওয়া' ন্যানসি ও মুহম্মদ মিলনের 'ঈদ এল রে', বিপ্লবের 'ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক', মৌসুমী আক্তার সালমার 'বরবাদ', আরফিন রুমি - কাজী শুভর 'বেবি ডল', কাজী শুভর 'তোর লাগিয়া মায়া বাড়ে' মার্জিয়া বুশরা রোদেলার 'অকারণ', সানিয়া সুলতানা লিজার 'গরুর গাড়ি', বেলাল খান - লিজার দ্বৈত গান এফ এ সুমন - সুবর্ণার 'চান্দেরই আলো',সৈয়দ অমির 'বেবি রিলস ব্যানারে', তরুণ মুন্সীর 'নিজেরে বুঝি না', খায়রুল ওয়াসির 'হাবুডুবু', জিসান খান শুভর 'চলে যায়', সাগর দেওয়ানের 'প্রেম সাগর'। অন্যদিকে ঈদের নতুন চার গানে সৈয়দ আবদুল হাদী এবং ১০টি গান নিয়ে হাজির হবেন তশিবা। 

ঈদ মাতাবে যত নাটক

প্রচারঃ ০১ঃ৪৫, ০১লা এপ্রিল,২০১৫

অনলাইন ডেস্কঃ 

                         


জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন নতুন প্রজন্মের ফারহান জোভান, তৌসিফ মাহবুব,মুশফিক আর ফারহান, কেয়া পায়েল,নিলয়, হিমি,তানজিন তিশা, স্পর্শিয়া, তটিনী,ইয়াশ রোহান, খায়রুল বাসার,নাজনিন নিহা, আরশ খান, পার্থ শেখ,নওবা তাহিয়া, প্রান্তর দস্তগীর, নিদ্রা, নিহা,সামিরা মাহি, তানিয়া বৃষ্টি প্রমুখ। এবার ঈদে সর্বাধিক নাটকের জুটি হিসেবে দেখা যাবে নিলয় আলমগীর ও হিমিকে। এছাড়াও জোভান অনেকের সঙ্গে জুটি হয়ে করেছেন প্রায় এক ডজন নাটক। এদিকে ঈদে তৌসিফ মাহবুবের প্রায় ৭-৮টি নাটক প্রচারিত হবে। ঈদে তৌসিফ যে কয়টা নাটকে অভিনয় করেছেন এর মধ্যে মন 'দিওয়ানা'য়' পরিশ্রম বেশি হয়েছে বলে জানান। নিজের লেখা দুটি নাটক প্রেম ভাই ও প্রহর আসবে এ ঈদে। এবারের ঈদে তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকের সংখ্যা ১৩ - ১৪টি। ঈদে খায়রুল বাসারের  ৯টি নাটক প্রচারিত হবে। পারিবারিক ও রোমান্টিক গল্পের নাটকে কাজ বেশি করেছেন তিনি। অন্যদিকে আরশ খান ৭-৮টি নাটকে কাজ করেছেন। মুশফিক আর ফারহান করেছেন ৫-৬টি নাটক। 

টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে সামিরা খান মাহির ৭-৮টি নাটক প্রচারিত হতে পারে। অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত ৫-৬টি নাটক প্রচারিত হবে ঈদে। ঈদে জনপ্রিয় জুটি আফজাল - মৌকে নিয়ে চয়নিকা চৌধুরীর নির্মাণ করেছেন 'কোন একদিন'। 'ছোট কাকু' সিরিজে অভিনয় করেছেন ভাবনা। ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে জোভান-মেহজাবীন চৌধুরী অভিনীত 'বেস্ট ফ্রেন্ড - ২ ়০'। এছাড়াও জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব - নিহার 'মেঘবালিকা' রয়েছে আলোচনায়। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় ইরফান - মাহির 'ঘরেই থাক ঘরের কথা' নাটক প্রচার হবে। আরও রয়েছে তৌসিফ মাহবুব তটিনীর 'প্রেম ভাই', 'ব্রেকিং নিউজ', ও 'মন দিওয়ানা', তৌসিফ মাহবুব-নাজনীন নীহার 'অ্যারেঞ্জ ম্যারেজ', জোভান - তটিনীর 'ফিরে দেখা' ও 'প্রিয় প্রিয়াসিনী' মুশফিক - ফারহান - কেয়া, পায়েল - মীর রাব্বির 'বাজি',মুশফিক - ফারহান -সাদিয়া -শরাফ আহমেদ জীবনের 'লাইজু', মুশফিক ফারহান - স্পর্শিয়ার 'শেষটা তুমি', জোভান - কেয়া, পায়েল জুটির 'বান্টির বিয়ে', ইয়াশ রোহান- তটিনীর 'বউয়ের বিয়ে',জোভান - কেয়া, পায়েল ও কিংকর আহসান অভিনীত 'তুমি যাকে ভালোবাসো', জোভান - নিহার, 'মেঘের বৃষ্টি',মুশফিক ফারহান - সাফা কবিরের 'হাউ কাউ' প্রভৃতি।

ঈদে ওপার বাংলার তিন নায়িকা এপারে

প্রচারঃ ১০ঃ১৪, ২৯শে মার্চ, ২০২৫ 

অনলাইন ডেস্ক


ঈদে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বরবাদ, জংলি, অন্তরাত্মা, দাগি সিনেমাগুলো। এসব সিনেমার মধ্যে বরবাদ ও অন্তরাত্মায় অভিনয় করেছেন ওপার বাংলার তিন নায়িকা নুসরাত জাহান,দর্শনা বণিক ও ইধিকা পাল। মানে এবারের ঈদে ঢাকার ছবিতে কলকাতার নায়িকাদেরই আধিক্য দেখা যাবে। আর কলকাতার নায়িকারা অভিনয় করেছেন শাকিব খান অভিনীত দুটি ছবিতেই। যেমন 'বরবাদ' ছবির নায়িকা হলেন, কলকাতার ইধিকা পাল। এই ছবির একটি আইটেম গানে আবার দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানকে। কলকাতার ছবির নায়িকা দর্শনা বণিককে দর্শক দেখতে পাবেন শাকিব খানেরই ঈদের ছবি 'অন্তরাত্মা'য়'। এদিকে ঈদের ছবি 'জংলি'তে নায়িকা হিসেবে পাওয়া যাবে বুবলী ও দিঘীকে। এ ছবির নায়ক হলেন সিয়াম। নিশোর দাগি সিনেমার নায়িকা হলেন তমা মির্জা। তবে ঈদের ছবির আলোচনায় ঢাকার নায়িকাদের ছাপিয়ে কলকাতার নায়িকাদের চর্চাই বেশি হচ্ছে। দর্শকদের এখন রায় দেওয়ার পালা এপার নাকি ওপার, কোন পারের নায়িকারা তাদের মন জয় করে নেবেন।

সিকান্দার সিনেমার গানের টিজারেই ঝড় সালমান - রাশ্মিকার

 অনলাইন ডেস্কঃ

প্রকাশঃ  ১১ঃ ০৬  , ২৮ মার্চ, ২০২৫ 

ছবিঃ সংগৃহীত 


ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় সাজিদ নাদিয়াদওয়ালার এ,  আর,মুরুগাদোস পরিচালিত সিনেমা 'সিকান্দার'। যেখানে জুটি বেঁধেছেন বলিউডের দুই তারকা সালমান খান ও রাশ্মিকা মান্দানা। সিনেমাটি মুক্তির আগে শেষ মুহুর্তে আরও একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। যা এরই মধ্যে ঝড় তুলেছে।

'হাম আপকে বিন' গানটির মাধ্যমে ছবির রোমান্টিক সারাংশ উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টায় পুরো গানটি প্রকাশ করা হবে। রোমান্টিক ঘরানার এই গানে সালমান এবং রাশ্মিকা মান্দানার মধ্যে মনোমুগ্ধকর রসায়ন দেখা গেছে। তাছাড়া গানটির সুরও হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের। টিজারের পরই তাই এই গানটি দেখার অপেক্ষায় দর্শকরা। সেই সঙ্গে অপেক্ষা করে আছেন ৩০ মার্চ সিনেমাটি মুক্তির জন্য।

গানের টিজার শেয়ার করে নির্মাতারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, - 'অবিরাম ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন ! #HumAapkeBina গানটি আজ বিকেল ৪টায় মুক্তি পাবে!' হাম আপকে বিনা গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী, এবং কথা লিখেছেন সমীর।  এই গানটি মুক্তির আগে জোহরা জাবীন, বাম বাম ভোলে এবং সিকান্দর নাচে নামে গান প্রকাশ করা হয়। সেগুলো ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি গান প্রকাশ পেতে যাচ্ছে। সিনেমাটি সালমান - রাশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, প্রতীক পাতিল বাব্বর,শার মন জোশী এবং কাজল আগরওয়াল। 

শতাধিক প্রেক্ষাগৃহে শাকিবের 'বরবাদ'

 প্রকাশঃ ১০ঃ২৬, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

সংগৃহীত ছবি

আসছে ঈদে এবার মুক্তির অপেক্ষায় হাফ ডজন সিনেমা। যে তালিকায় দুটি ছবি রয়েছে মেগাস্টার শাকিব খানের। তবে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে যে সিনেমাটি, সেটি শাকিব খানের 'বরবাদ'। ইতোমধ্যে ছবিটির ট্রেলার বেশ ঝড় তুলেছে। শুধু তাই নয়, ছবির গানগুলোও এখন প্রকাশ্যে; এরপর থেকেই ছবিটি দেখার প্রহর গুনছে দর্শকেরা। তাই তো তাদের জন্য এবার প্রেক্ষাগৃহও প্রস্তুত !

শোনা যাচ্ছে, বরাবরের মতো সেঞ্চুরী হাঁকিয়ে সিনেপ্লেক্স ও দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ইতোমধ্যে ১০০ হল নিশ্চিত করে ফেলেছে 'বরবাদ'। সদ্যই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী। তার কথায়, 'বরবাদ' এটা ডিজার্ভ করে। সঙ্গে যারা হাই রেল্টালে 'বরবাদ' নিচ্ছেন, তারা এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন বলেও আশ্বস্ত করেন। 'বরবাদ' ছাড়াও শাকিবের আরও একটি ছবি 'অন্তরাত্মা' এবার ঈদে মুক্তির অপেক্ষায়। এছাড়াও, প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফের 'চক্কর ৩০২', সিয়ামের 'জংলি',নিশোর 'দাগি', ফারিয়ার 'জ্বিন ৩'। 

এক মঞ্চে নাচবেন মৌ, তিশা ও বুবলী

 অনলাইন ডেস্কঃ 

প্রকাশঃ ৪ঃ৩৭, বৃহস্পতিবার, ২০২৫


পবিত্র ঈদ - উল- ফিতর - উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা'। এবারের 'আনন্দমেলা'র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্র নায়িকা মামনুন ইমন। নাচ,গান,কাওয়ালি, কৌতুক, নাটিকা - এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

'শিল্পী আমি তোমাদেরই গান শোনাব' শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইমরান ও কণার কন্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করছেন সালমা, ঐশী ও গামছা পলাশ। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যূে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্র নায়িকা শবনম বুবলী।

বিভিন্ন হাস্য - রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানটিতে  কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও  তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় 'আনন্দমেলা' প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। 

ভক্তদের নয়ন তারার অনুরোধ

 নিউজ ডেস্কঃ

নয়নতারা 

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ভক্তরা ভালোবেসে তাকে 'লেডি সুপার স্টার' বলেও অভিহিত করেন। কিন্তু এতে আপত্তি রয়েছে তার। তিনি ভক্তদের তার প্রকৃত নামেই ডাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, 'নয়নতারা' নামটি তার খুবই প্রিয়। ভক্তরা যেন তাকে নাম ধরে ডাকেন। এ  অভিনেত্রী টুইটারে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি জানান - নিদিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। শুধু এ কারণেই ভক্তদের থেকে একজন অভিনেতার দূরত্ব তৈরি হয়।  ২০২৩ সালে বলিউডে শাহরুখ খানের সঙ্গে 'জওয়ান' ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতা পান নয়নতারা। তামিল এবং ছোট পর্দার নায়িকা নিজ প্রতিভাগুণে তরতরিয়ে উঠে যান সাফল্যের উচ্চমঞ্চে। সর্বক্ষেত্রে তার সাফল্যে লেডি সুপার স্টার বনে যান তিনি।

গানে গানে ঈদ আনন্দ

 প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫ অনলাইন ডেস্কঃ ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে '...