দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বিদ্যা সিনহা মিম 

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্টোবর মাসে টালিউডের 'মানুষ' ছবিতে জিতের বিপরীতে শেষবার তাকে দেখা গেছে। এরপর সরকারি অনুদানের 'দিগন্তে ফুলের আগুন' ছবির শুটিং করলেও মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে মিম জানান, ২০২৬ সালকে তিনি নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। তিনি নিশ্চিত করেছেন, আগামী বছরই নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে সিনেমা হলে হাজির হবেন। সূত্র জানায়, মিম ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করতে চান না তিনি। এছাড়া আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ হাতে রয়েছে। বিরতির সময়েও প্রস্তাবের ঘাটতি ছিল না বলে জানিয়েছেন মিম। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছিলেন, ভালো মানের প্রজেক্টে কাজ করার জন্য।

মিমের ক্যারিয়ারের উজ্জ্বল সময় গুলোর মধ্যে রয়েছে ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর 'পরান' এরপর 'দামাল', দীপংকর দীপনের 'অন্তর্জাল' সিনেমা এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ 'মিশন হান্টডাউন'। দর্শকরা এবার নতুন সিনেমা ও ওয়েব সিরিজে মিমের অভিনয়কে আবারও পেতে উচ্ছ্বসিত। 

 

নতুন ৪ ছবিতে মিমি, ভক্তরা বলেছেন

 আপডেটঃ ১ঃ০৫, ২৩ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশেও জনপ্রিয়, গত বছর শাকিব খানের বিপরীতে 'তুফান' সিনেমায় অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে এ দেশের দর্শকের। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য 


 

                      আজ বিকেলে নতুন চারটি ছবি পোষ্ট করেছেন মিমি, ছবিগুলোতে তাঁকে 
                    দেখা যাচ্ছে ফিউশন ষ্টাইল লেহেঙ্গায়। অভিনেত্রীর ফেসবুক থেকে  

 

               মাত্র এক ঘন্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার।                                           অভিনেত্রীর ফেসবুক থেকে 


    তার নতুন ছবিগুলোর প্রশংসা করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, 'অসাধারণ'।
              আবার কেউ লিখেছেন, 'দারুণ লাগছে আপু।' অভিনেত্রীর ফেসবুক থেকে  

মিমিকে সর্বশেষ দেখা গেছে এবার পূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমা
 'রক্তবীজ ২' - এ। অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে  





লিজার নেই অধিকার

 প্রচারঃ ৯ঃ১২, ০৩ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সানিয়া সুলতানা লিজা 

একক গান ও স্টেজ শো  নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানিয়া সুলতানা লিজা। মাঝে ব্যাক্তিগত কারণে গান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। বিরতির পর এবার নতুন গান নিয়ে ভক্তদের মধ্যে হাজির হলেন লিজা। গানের শিরোনাম 'নেই অধিকার'। এটি লিখেছেন র‍্যাপার তৌফিক আহমেদ এবং সুর - সংগীত করেছেন হৃদয় খান। সম্প্রতি লিজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, 'এটি হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প , যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। আশা করি, গানটি শ্রোতা - দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। সত্যি বলতে, গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। কারণ, আমি যে, ধরণের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা হয়েছে। ভিডিওতে নির্মাতা আমাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। সব মিলিয়ে গানটি আমার ভালো লেগেছে।

সিনেমার গানে নোলক বাবু

 প্রচারঃ ১ঃ৫৮, ০১ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নোলক বাবু 

দীর্ঘ দেড় যুগের সংগীতযাত্রা নোলক বাবুর। তবে সাম্প্রতিক বছরগুলোতে যেন কিছুটা আড়ালে ছিলেন এ গায়ক। তবে এবার নতুন উদ্যমে ফিরেছেন নোলক বাবু। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন 'বিবর' নামে একটি সিনেমার গানে। শিরোনাম 'মনে আশার বাত্তি জ্বলে'। এর কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পুলক হাসান সুমন, সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক। নতুন গান প্রসঙ্গে নোলক বাবু বলেন, "আমি গানের মানুষ, গান নিয়েই থাকি। অন্য  কোনো কিছুতে মনোযোগ  নেই । প্রতি মাসেই কিছু না কিছু কাজ করি। তবে অনেক দিন পর সিনেমার গানে কন্ঠ দিলাম। এটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। কথা,সুর আর সংগীত সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, শ্রোতাদের মনে জায়গা করে নেবে ।'  মাঝে দীর্ঘসময় দেশের বাইরে থাকায় নিয়মিত গান প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। দেশে ফিরে আবারও নিয়মিত হচ্ছেন। নতুন ধারার গান, ভিন্ন আয়োজন এবং বৈচিত্র্যময় গায়কীতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন নোলক বাবু।


দীপিকাকে সমর্থন জানালেন কোয়েল

 প্রচারঃ ৩ঃ১০, ৩১ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

দীপিকা পাড়ুকোন ও কোয়েল  

সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘন্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে আসেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। এর জেরে দুটি বিগ বাজেটের ছবি হাতছাড়া হয় তার। তারপরও নিজের সিদ্ধান্তে অনড় অভিনেত্রী। দীপিকার এই দাবিকে সমর্থন জানিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি বলেন, আমার মনে হয়, দীপিকার যখন সন্তান হয়, নতুন মা হিসেবে তিনি ৮ ঘন্টা কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি, এখানে অন্যায় চাওয়া কিছু নেই। তবে এর সঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন। কোয়েল বলেন, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘন্টার একটা খরচ থাকে। এ ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।

অভিনেত্রীর দাবি, একেক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়। কোয়েল বর্তমানে দুই সন্তানের জননী। পরিবার সামলে চলচ্চিত্রে কাজ করে চলেছেন সমান তালে। চলতি বছর একাধিক ছবি মুক্তি পেয়েছে এ  অভিনেত্রীর।

অরিজিৎ সিং কি ঢাকায় আসছেন

 প্রচারঃ ৩ঃ০৫, ৩০ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অরজিৎ সিং 

ঢাকায় আসছেন ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং, এমন খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি প্রতিষ্ঠান তাকে নিয়ে কনসার্টের কথা জানিয়েছে। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো জানিয়েছে, 'অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা শীর্ষক' কনসার্টটি নিয়ে কাজ করছে তারা। তবে নাম না প্রকাশের শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, 'অরিজিৎ সিংয়ের সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই । আগামী বছরের শেষভাগে হতে পারে।' এর আগে ২০১৬ সালে আর্মি ষ্টেডিয়ামে 'অরিজিৎ সিং সিম্ফনি  অর্কেষ্ট্রা' শীর্ষক কনসার্টে গান করে গেছেন অরিজিৎ সিং।

১৯৮৭ সালের ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিতের। ২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো 'ফেম গুরুকুল' দিয়ে পরিচিতি পান অরিজিৎ। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। অরিজিৎ এখন বলিউড সিনেমার প্লেব্যাকের জন্য গান প্রতি ৮ থেকে ১০ লাখ রুপি নিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায়  প্রায় ১৫ লাখ টাকা। এছাড়া কনসার্টের জন্য নেন দেড় কোটি রুপি। গানের জন্য একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অরিজিৎ, ফিল্মফেয়ার পেয়েছেন সাতবার এবং ফিল্মফেয়ার বাংলায় সেরা গায়ক হয়েছেন তিনবার।

ভেবেছিলাম ৩০ - এর পর বিয়ে - সংসার করবঃ তামান্না ভাটিয়া

 প্রচারঃ ২ঃ২০, ২৯ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তামান্না ভাঁট 

নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ ২' - এ  সুজয়  ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুন ভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর 'স্ত্রী ২' সিনেমার 'আজ কি রাত' গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি তামান্না কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, বয়স, এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে। তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা  অভিনেত্রীদের সাধারণত "সাইড চরিত্রে" সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন চিত্রনাট্যকর ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে। তার ভাষায়, আমি ভেবেছিলাম - এখন কাজ শুরু করব, ৩০ এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গীও। তামান্না বলেন, ২৭ - ২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন - এটা বুঝি না ! বয়স যেন কোনো রোগ ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার। তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন ? অভিজ্ঞতা, পরিপক্কতা - সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে। আগামী দিনে তামান্নাকে দেখা যাবে 'ও রোমি', 'ভ্যান - ফোর্স অব দ্য ফরেস্ট', এবং  'নো এন্ট্রি ২'  - সহ বেশ কয়েকটি সিনেমায়।

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...